ঝিনাইদহে জেনিথ ইসলামী লাইফের সুধী সমাবেশ

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহ জেলা অফিসে সুধী সমাবেশ ও উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। শনিবার অনুষ্ঠিত সভায় কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. এসএম নুরুজ্জামান প্রধান অতিথি ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জেনিথ ইসলামী লাইফের সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম। সভা পরিচালনা করেন এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. আলতাফ হোসেন।