শরীয়তপুরে পপুলার লাইফের ১৪১৯ গ্রাহকের দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: শরীয়তপুরের ১ হাজার ৪১৯ জন বীমা গ্রাহকের দাবির সর্বমোট ৩ কোটি ২১ লাখ ২৩ হাজার ৬৪২ টাকার চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ উপলক্ষ্যে শুক্রবার কোম্পানির স্থানীয় কার্যালয়ের সেমিনার কক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট আবদুল আউয়াল হাওলাদার, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম ও মো. হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ, মুহাম্মদ আব্দুল্লা আল মামুন, মো. আবুল কালাম আজাদ ও মোহাম্মদ এনামুল হক প্রমুখ। (সংবাদ বিজ্ঞপ্তি)