বুদ্ধি প্রতিবন্ধী বিষয়ে সম্মেলনে ন্যাশনাল লাইফের অনুদান

ডেস্ক রিপোর্ট: এশিয়ান ফেডারেশন অন ইন্টেলেকচুয়াল ডিজাবিলিটিস এর ২৩তম সম্মেলনে ৫ লাখ টাকার অনুদান দিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের বুধবার এনএলআই টাওয়ারে বুদ্ধি প্রতিবন্ধীদের সংগঠন SWID Bangladesh এর মহাসচিব জাওয়াহেরুল ইসলাম মামুন এর নিকট এই চেক হস্তান্তর করেন।

বেসরকারিখাতে প্রতিষ্ঠিত দেশের প্রথম জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সামাজিক সহযোগিতার অংশ হিসেবে শিক্ষাবৃত্তি, বন্যার্তদের ত্রাণ প্রদান ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে।

তারই অংশ হিসেবে আগামী ১৮-২৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ফেডারেশন অন ইন্টেলেকচুয়াল ডিজাবিলিটিস এর ২৩তম সম্মেলনে অংশগ্রহণকারী দেশী-বিদেশী অতিথিদের ওয়েলকাম রিসিপশন ডিনার স্পন্সর বাবদ ন্যাশনাল লাইফ উক্ত অর্থ প্রদান করে। (সংবাদ বিজ্ঞপ্তি)