ন্যাশনাল লাইফের সিএফও প্রবীর চন্দ্র দাসের ফেলোশিপ অর্জন

ডেস্ক রিপোর্ট: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ইভিপি অ্যান্ড সিএফও চার্টার্ড একাউন্টেন্ট প্রবীর চন্দ্র দাস ফেলোশিপ অর্জন করেছেন। তিনি গত ১০ সেপ্টেম্বর ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশের একজন ফেলো মেম্বার নিযুক্ত হন। ১৮ অক্টোবর ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ তাকে অভিনন্দন জানিয়ে এ বিষয়ে পত্র প্রেরণ করে।

প্রবীর চন্দ্র দাস ২০১৫ সালের জুলাই মাসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ইভিপি এন্ড সিএফও হিসেবে যোগদান করেন। বানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।

পরবর্তীতে তিনি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও সন্ধানী লাইফ ফাইনান্স লিমিটেড ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বাবু প্রবীর চন্দ্র দাস একাউন্টিং-এ মাস্টার্স অব বিজনেস স্টাডিজ ডিগ্রি লাভ করেন। ফেলোশিপ অর্জনে ন্যাশনাল লাইফ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)