রংপুরে পপুলার লাইফের ১৯৩৫ গ্রাহকের দাবি পরিশোধ
ডেস্ক রিপোর্ট: রংপুরে ১ হাজার ৯৩৫ জন বীমা গ্রাহকের দাবি বাবদ ২ কোটি ৬৮ লাখ ১৫ হাজার ৩৬ টাকার চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে গ্রাহক সমাবেশে এসব চেক বিতরণ করা হয়।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, প্রকল্প পরিচালক মো. কামাল হোসেন মহসিন, মো. সেলিম মিয়া ও এস এম খলিলুর রহমান দুলাল। এছাড়া কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)