বগুড়ায় পপুলার লাইফের ১৭৯৮ গ্রাহকের ২ কোটি ৭২ লাখ টাকা দাবি পরিশোধ
ডেস্ক রিপোর্ট: বগুড়ায় ১ হাজার ৭৯৮ বীমা গ্রাহকের দাবি বাবদ ২ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ৪০৪ টাকার চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রকল্প পরিচালক মোস্তাফিজার রহমান মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সাবেক জেলা ও দায়রা জজ এবং কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট মো. সাজেদুল করিম, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, প্রকল্প পরিচালক মো. কামাল হোসেন মহসিন, মো. সেলিম মিয়া, এস এম খলিলুর রহমান দুলাল ও মোঃ আবুল কালাম আজাদ।