গাজীপুর ও ঠাকুরগাঁওয়ে সানলাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: গাজীপুর ও ঠাকুরগাঁওয়ের দু'জন বীমা গ্রাহকের মৃত্যুদাবি পরিশোধ করেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি এসব চেক হস্তান্তর করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. একেএম শরীফুল ইসলাম। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গণমুখী বীমা প্রকল্পের ঠাকুরগাঁও সংগঠনের গ্রাহক মৃত রেজুওয়ানুল হক (পলিসি নং- ০২০০০১৬০৪-৬)-এর মৃত্যুদাবি বাবদ ৫ লাখ টাকার চেক তার নমিনি ফাহমিদা আফরোজকে হস্তান্তর করা হয়।

ঠাকুরগাঁও কার্যালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহম্মেদ, গণমুখী বীমা প্রকল্পের ডিএমডি এস এম আসলাম রেজা এবং কোম্পানির সিনিয়র এএমডি মো. মাজেজুল ইসলাম।

অন্যদিকে ইসলামী একক বীমা প্রকল্পের গাজীপুর সংগঠনের গ্রাহক মৃত কালা মিয়ার মৃত্যুদাবির চেক তার নমিনিকে হস্তান্তর করা হয় কোম্পানীর প্রধান কার্যালয়ে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ড. কল্যাণ কৃষ্ণ চক্রবর্তী এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) ও কোম্পানি সচিব মো. রবিউল আলম এসিএস, সিনিয়র সহকারি ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক ড. আ ই ম নেছার উদ্দিন এবং ইসলামী একক বীমা প্রকল্পের হিসাব বিভাগের সিনিয়র ডিজিএম রাজীবুল হাসান।