সততা, দক্ষতা ও বিনয়ের সঙ্গে কাজ করতে হবে: ড. নুরুজ্জামান
ডেস্ক রিপোর্ট: বীমা পেশা একটি মহৎ পেশা। এখানে সততা, দক্ষতা ও বিনয়ের সঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. এসএম নুরুজ্জামান। শুক্রবার বগুড়ায় অনুষ্ঠিত সিনিয়র কর্মকর্তাদের বিশেষ উন্নয়ন সভায় তিনি এ কথা বলেন।
ড. নুরুজ্জামান বলেন, ২০১৭ সালের স্ব স্ব লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমেই কোম্পানির লক্ষ্যমাত্রা অর্জন হবে। আগামী ডিসেম্বরে নবায়ন সংগ্রহের ভিত্তিতে সফল কর্মকর্তাদের নিয়ে কক্সবাজারে সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নেয়ার লক্ষ্যে সবাইকে তিনি আরো ভালোভাবে কাজ করার আহবান জানান।
বগুড়া সার্ভিস পয়েন্ট ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা আ. জলিলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম, দিনাজপুর সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো. আনসারুল ইসলাম, নাটোর সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো. হাবিবুর রহমান, রাজশাহী সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো. মোক্তার হোসেন, মাগুরা অফিস ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসন প্রমুখ।