যমুনা লাইফের সিইও বিশ্বজিৎ কুমার মণ্ডলের পিএইচডি অর্জন
ডেস্ক রিপোর্ট: যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিশ্বজিৎ কুমার মণ্ডল সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আমেরিকান ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে লাইফ ইন্স্যুরেন্সের ফান্ড ইনভেস্টমেন্ট এর ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
তার অভিসন্দর্ভের বিষয় ছিল “ফান্ড ইনভেস্টমেন্ট প্রাক্টিসেস এন্ড দেয়ার ইমপ্যাক্ট অন স্টেক হোল্ডারস অব লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ ইন বাংলাদেশ”। তিনি আমেরিকান ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া এর ফাইন্যান্স ও ব্যাংকিং ডিপার্টমেন্ট এর ডিন প্রফেসর ড. জোসেফ জে লি ভেসকুই এবং ওই ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মোহাঃ সেলিম ভুঁইয়ার যৌথ তত্বাবধানে তার অভিসন্দর্ভের কাজ সম্পন্ন করেন।
বিশ্বজিৎ কুমার মণ্ডল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে এম কম (দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান) এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস থেকে “রিস্ক এন্ড ইন্স্যুরেন্স” বিষয়ের ওপর এমবিএ ডিগ্রি লাভ করেন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ডিপ্লোমা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে টাইজার এ্যাওয়ার্ড লাভ করেন। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির একজন এসোসিয়েট। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউট্যান্টস অব বাংলাদেশ থেকে সিএ (ইন্টারমিডিয়েট) পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন। এসোসিয়েশন অব এ্যাকাউন্টিং টেকনিসিয়ান্স অব বাংলাদেশ এর ফেলো সদস্য তিনি।
ইতিপুর্বে তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিভিন্ন উচ্চতর পদে (সিএফও, ডিএমডি ও এ্যাডিশনাল এমডি) দায়িত্ব পালন করেন।
বিশ্বজিৎ কুমার মণ্ডল বাগেরহাট জেলার মংলা থানার মৌখালী গ্রামের স্বর্গীয় প্রমথ রঞ্জণ মণ্ডল ও সুনীতি রানী মণ্ডল এর তৃতীয় পুত্র। (সংবাদ বিজ্ঞপ্তি)