গানে গানে বীমা কর্মী ও গ্রাহক মাতালেন বিএম ইউসুফ আলী
বরিশাল থেকে মোস্তাফিজুর রহমান টুংকু: জন্ম থেকে জ্বলছি মাগো/ আগে কি সুন্দর দিন কাটাইতাম/ সজনি গো ভালোবেসে এত জ্বালা কেন বল না- এমন সব গানে প্রমাণ করলেন তিনি শুধু দক্ষ বীমা পেশাজীবী নন, একজন দক্ষ শিল্পীও।
বরিশাল অডিটোরিয়াম ভর্তি বীমা কর্মী ও গ্রাহকের সামনে নিজের অন্য এক প্রতিভার স্বাক্ষর রাখলেন বীমাখাতের শীর্ষস্থানীয় কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
আজ বুধবার বরিশাল অডিটোরিয়ামে কোম্পানিটির বীমা দাবির চেক হস্তান্তর ও সুধী সমাবেশ শেষে সন্ধ্যায় সংস্কৃতিক অনুষ্ঠানে তিনি বীমা কর্মীদের গান গেয়ে প্রেরণা দেন। বিএম ইউসুফ আলী একে একে গেয়ে যান, আর তার সঙ্গে তাল দেন বীমা কর্মীরা।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস এবং বিশেষ অতিথি ছিলেন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খলিল আহমদ। এছাড়া কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বরিশাল অঞ্চলের ৫ হাজার ১১ জন গ্রাহকের ৯ কোটি ১২ লাখ ২১ হাজার ২১১ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।