কুমিল্লায় ন্যাশনাল লাইফের সাড়ে ১১ কোটি টাকার দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ২ হাজার ১শ' বীমা গ্রাহকের ১১ কোটি ৫০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সম্প্রতি কুমিল্লা শালবন বিহারে এসব চেক হস্তান্তর করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের। এতে সভাপতিত্ব করেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কাজিমউদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিডিআই প্রধান ইভিপি মো. খুরশীদ আলম পাটোয়ারী, জনবীমা প্রধান ইভিপি মো. আবুল কাসেম, তাকাফুল প্রধান এভিপি জিএম হেলাল উদ্দিনসহ কোম্পানির উর্ধ্বতন নির্বাহীবৃন্দ। বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রায় ৫ হাজার উন্নয়ন কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি বলেন, ১৯৮৫ সালের ২৩ এপ্রিল দেশের প্রথম বেসরকারি লাইফ বীমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ যাত্রা শুরু করে। ন্যাশনাল লাইফের পথ ধরে আজ দেশে বহু বেসরকারি লাইফ বীমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, বীমা দেশের অর্থনীতিতে অন্যতম চালিকা শক্তি। বীমার প্রিমিয়ামের টাকা ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ হয়ে থাকে। দীর্ঘ ৩৩ বছরে ন্যাশনাল লাইফ বিপুল জনগোষ্ঠীকে সঞ্চয়মুখী করার পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে ন্যাশনাল লাইফে দেড় লাখের বেশি কর্মী কাজ করছে।