সিকদার ইন্স্যুরেন্সের সিইও'র অনুমোদন পেলেন আমিনুর রহমান
ডেস্ক রিপোর্ট: সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে অনুমোদন পেয়েছেন মো. আমিনুর রহমান। সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তাকে অনুমোদন দিয়েছে।
এর আগে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুর রহমান।
দর্শনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর ১৯৮৮ সালের আগস্টে রিলায়েন্স ইন্স্যুরেন্সে তার বীমা পেশায় কর্ম জীবন শুরু। পরে প্রাইম ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে কাজ করেছেন। দীর্ঘ ২৯ বছর ধরে তিনি বীমা পেশায় সম্পৃক্ত।
পঞ্চগড় জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন মো. আমিনুর রহমান। মরহুম নেছার উদ্দিন আহমেদ তার পিতা। মাতার নাম মোসাম্মৎ অমিরন নেছা। (সংবাদ বিজ্ঞপ্তি)