সিলেট বীমা মেলা

গার্ডিয়ান লাইফের সাড়ে ৩ কোটি টাকার দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: সিলেট বীমা মেলায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ব্র্যাকের ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মৃত্যুদাবির ৩ কোটি ৫০ লাখ ৯১ হাজার ৪২১ টাকার একটি চেক হস্তান্তর করেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্র্যাক এর প্রতিনিধির নিকট এই চেক হস্তান্তর করেন।

এসময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে, আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী এবং গার্ডিয়ান লাইফের পরিচালক সাইদ আকতার হাসান উদ্দীন, মূখ্য নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে আরো উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা এম সাজ্জাদুল করিম, হেড অব রিটেইল সেলস মো. মাহমুদুর রহমান খান, হেড অব মার্কেটিং এন্ড কমিউনিকেশন রুবাইয়াৎ সালেহীনসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গার্ডিয়ান লাইফ ৪র্থ প্রজন্মের বীমা কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য ও দ্রুত বর্ধনশীল বীমা কোম্পানি যেটি প্রতিষ্ঠার ৪ বছরের মধ্যেই ৫৫ লাখেরও অধিক বীমা গ্রাহককে বীমা সেবা প্রদান করছে। কোম্পানিটি সম্প্রতি তার উদ্ভাবনী বীমা পণ্যের জন্য সম্মানজনক “ইন্স্যুরেন্স এশিয়া এ্যাওয়ার্ড ২০১৭” অর্জন করেছে।

তাছাড়া ৪র্থ প্রজন্মের বীমা কোম্পানিগুলোর মধ্যে গার্ডিয়ান লাইফই পলিসি বোনাস ঘোষণা করেছে যা বাংলাদেশের বীমা শিল্পে একটি অবিস্মরণীয় ঘটনা। উল্লেখ্য, বাংলাদেশে বীমা কোম্পানিগুলোর মধ্যে গার্ডিয়ান লাইফের ব্যবস্থাপনা ব্যয় সর্বনিম্ন। সম্প্রতি গার্ডিয়ান লাইফ ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে আরো  দ্রুততরও উদ্ভাবনী সেবা প্রদানের নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। (সংবাদ বিজ্ঞপ্তি)