টঙ্গীতে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন কর্মী প্রশিক্ষণ
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক উন্নয়ন কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির টঙ্গী শাখা অফিসে গতকাল শুক্রবার বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এসইভিপি মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভিপি মো. ইবরাহীম খলিল ও বিশিষ্ট ব্যবসায়ী মো. খোরশেদ আলম।
মো. রাশেদুল ইসলাম (জুয়েল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে একজন গ্রাহকের বীমা দাবি চেকও হস্তান্তর করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।