বিআইএ'র ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)'র ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকা ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা মালিকদের এ সংগঠন।
বিআইএ'র প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে সাধারণ সভায় বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান, পরিচালক এবং মূখ্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাধারণ সভায় উপস্থাপিত বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা ছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন বিষয় গৃহীত হয়।
বিবিধ আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তৌহিদ সামাদ, বেষ্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মেজর জেনাঃ আবদুল হাফিজ মল্লিক, পিএসসি (অবঃ), মেঘনা লাইফ এবং কর্ণফুলি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মনজুরুর রহমান।
এছাড়াও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস-চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্না, জনতা ইন্স্যুরন্সের পরিচালক মিসেস কামরুন নাহার, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ ভূইয়া, জনতা ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুল হক খান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বীমা শিল্পের বিকাশে সমস্যাসমূহ চিহ্নিত করে তা সমাধানের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। সমাপনি বক্তব্যে বার্ষিক সাধারণ সভার সভাপতি ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ করিব হোসেন সকলকে একযোগে বীমা শিল্পের উন্নয়নের জন্য কাজ করার আহবান জানান।