জেনিথ ইসলামী লাইফের বর্ষ সমাপনী ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে বর্ষ সমাপনী ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর মতিঝিলে কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান। মানসম্পন্ন ব্যবসা অর্জনের দিকে নজর দেয়ার জন্য তিনি সভায় উপস্থিত সকলকে নির্দেশ প্রদান করেন। একই সাথে নবায়ন প্রিমিয়াম আদায় জোরদার করার তাগিদ দেন।

সভায় আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি মোঃ কামরুল ইসলাম, ডিএমডি মোঃ হাসান খান, ডিএমডি মোঃ সালেহ উদ্দিন এবং উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তাবৃন্দ। (সংবাদ বিজ্ঞপ্তি)