সানলাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক হস্তান্তর
ডেস্ক রিপোর্ট: ইসলামী একক বীমা (তাকাফুল) প্রকল্পের মাদারীপুরের বীমা গ্রাহক মরহুমা প্রফেসর নাসরীন বানুর মৃত্যুদাবি পরিশোধ করেছে সানলাইফ ইন্স্যুরেন্স। সম্প্রতি বীমা গ্রাহকের নমিনির অভিভাবক প্রফেসর মোঃ জামান মিয়াকে দাবি বাবদ ১ লাখ টাকার চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম।
কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ওই চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ইসলামী একক বীমা (তাকাফুল) প্রকল্পের সিনিয়র এএমডি ড. আইম নেছার উদ্দিন, অডিট বিভাগের সিনিয়র জিএম মোঃ সোনামুদ্দিন এবং পলিসি সার্ভিসিং ও দাবি বিভাগের ম্যানেজার মোহাম্মদ মোসলেম উদ্দিন। (সংবাদ বিজ্ঞপ্তি)