জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বৈঠক ও পুরস্কার বিতরণ

ডেস্ক রিপোর্ট: প্রধান কার্যালয়ে কর্মরত সকল স্তরের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শুভেচ্ছা বৈঠক ও পুরস্কার বিতরণ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। নববর্ষের প্রথম দিন আজ সোমবার কোম্পানির প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বৈঠকে কোম্পানির লক্ষ্য অর্জনে সবাইকে দ্রুত ও মানসম্পন্ন গ্রাহক সেবা প্রদানের আহবান জানান বীমা প্রতিষ্ঠানটির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এস এম নুরুজ্জামান। নববর্ষের শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে সভা শেষ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।