আইডিআরএ'কে নববর্ষের শুভেচ্ছা জানাল বিআইএফ
ডেস্ক রিপোর্ট: বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র চেয়ারম্যান ও সদস্যদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বীমা কোম্পানিগুলো মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) ।সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিআইএফ'র পক্ষ থেকে ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সিইও বি এম ইউসুফ আলী ১ জানুয়ারি সোমবার আইডিআরএ'র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, সদস্য গকুল চাঁদ দাস ও সদস্য বোরহান উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান।
একই সাথে বাংলাদেশ সরকার আয়োজিত দেশব্যাপী উন্নয়ন মেলার বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যা আগামী ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। বক্তব্য রাখেন সদস্য গকুল চাঁদ দাস এবং বিআইএফ'র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী প্রমূখ।