নওগাঁয় জেনিথ লাইফের বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

ডেস্ক রিপোর্ট: বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে বিশেষ উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। নওগাঁয় ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে আজ বৃহস্পতিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এসএম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম। এতে সভাপতিত্বে করেন বগুড়া সার্ভিস সেন্টারের ইনচার্জ ও এসইভিপি মুক্তিযোদ্ধা আব্দুল জলিল।

প্রশিক্ষণ কর্মশালার সহযোগিতায় ছিলেন জেনিথ ইসলামী লাইফের নাটোর সার্ভিস সেন্টারের ইনচার্জ ও এসইভিপি মো. হাবিবুর রহমান। এছাড়াও কোম্পানির এসইভিপি মো. সৈবুর রহমান, এসইভিপি মো.আনছারুল ইসলাম, এসইভিপি মো.জাহাগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।