ময়মনসিংহে জেনিথ ইসলামী লাইফের এসবি'র চেক হস্তান্তর
ডেস্ক রিপোর্ট: বীমা গ্রহকদের সারভাইবাল বেনিফিট (এসবি)'র চেক হস্তান্তর ও উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির ময়মনসিংহ সার্ভিস সেন্টারে শুক্রবার এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এস এম নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীমা গ্রাহকদের নিকট সারভাইবাল বেনিফিট এর চেক তুলে দেন। এসময় কোম্পানি সচিব আবদুর রহমান, ময়মনসিংহ সার্ভিস সেন্টারের ইনচার্জ ও এসইভিপি মাইনুল হোসেন উপস্থিত ছিলেন।