রাজশাহীতে জেনিথ ইসলামী লাইফের বিশেষ উন্নয়ন সভা
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাজশাহী সার্ভিস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও কোম্পানির শরীয়া কাউন্সিল সদস্য ড. হাফেজ মাওলানা আবদুল্লাহ আল-মামুন ও কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম।
রাজশাহী সার্ভিস সেন্টারের এসইভিপি অ্যান্ড ইনচার্জ মো. সৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোম্পানির ইভিপি মো. মোবারক হোসাইন, ইভিপি আলহাজ্ব আব্দুর রহমান মাজদারসহ রাজশাহী অঞ্চলের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।