কর্মকর্তাদের উদ্দেশ্যে ড. এসএম নুরুজ্জামান

সততা, দক্ষতা ও বিনয়ের মাধ্যমে সফল হতে হবে

নিজস্ব প্রতিবেদক: সততা, দক্ষতা ও বিনয়ের মাধ্যমে সফল হতে হবে বলে জানিয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান। কোম্পানির রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বাছাইকৃত সিনিয়র কর্মকর্তাদের বিশেষ উন্নয়ন সভায় তিনি এ কথা বলেন।

শনিবার নাটোর সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এ সভায় ড. নুরুজ্জামান আরো বলেন, নিজেকে সফল কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে কোম্পানিকে এগিয়ে নিতে হবে। ২০১৮ সালের মধ্যে জেনিথ ইসলামী লাইফকে সেরা কোম্পানিতে উন্নীত করার আহবান জানান তিনি। গ্রাহকদের আমনত যথাসময়ে ফেরত দেয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন ড. নুরুজ্জামান।

জেনিথ ইসলামী লাইফের এসইভিপি অ্যান্ড ইনচার্জ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কোম্পানির ইভিপি আলহাজ্ব আব্দুর রহমান মাজদার।

অনুষ্ঠানে কোম্পানির এসইভিপি ও রাজশাহী সার্ভিস সেন্টারের ইনচার্জ মো. সৈয়বুর রহমান, এসইভিপি ও দিনাজপুর সার্ভিস সেন্টারের ইনচার্জ মো. আনছারুল ইসলাম, এসইভিপি ও মাগুরা সার্ভিস সেন্টারের ইনচার্জ মো. জাহাগীর আলম, এসইভিপি ও বগুড়া সার্ভিস সেন্টারের ইনচার্জ মো. আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।