দরিদ্র জনগোষ্ঠিকে স্বাস্থ্যসেবা দিতে প্রগতি লাইফের চুক্তি স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট: লাইফ ও হেলথ ইন্স্যুরেন্স সেবা দিতে ব্রাক ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। চুক্তি অনুসারে বীমা প্রতিষ্ঠানটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪ হাজার পরিবারকে এ সুবিধা প্রদান করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রগতি লাইফের ব্যবস্থাপনা পরিচালক মো. জালালুল আজিম, ব্রাক'র প্রোগ্রাম প্রধান (স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা) ডা. মাহফুজা রিফাত ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড'র এসিস্ট্যন্ট কান্ট্রি ডিরেক্টর (সিস্টেম) হাসিনা রহমান সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেছেন।

নগরের দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ব্রাক ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর ত্রিপক্ষীয় উদ্যোগের একটি পরীক্ষামূলক প্রকল্প এটি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতি লাইফের মহা-ব্যবস্থাপক অপারেসন্স ও প্রকল্প পরিচালক এস এম জিয়াউল হকসহ ৩টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।