কর্ণফুলী ইন্স্যুরেন্সের প্রিমিয়াম সংগ্রহে ৯.৮৫% প্রবৃদ্ধি
ডেস্ক রিপোর্ট: ২০১৭ সালে প্রিমিয়াম সংগ্রহে ৯.৮৫ শতাংশ প্রবৃদ্ধি করেছে দেশের বেসরকারি নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট সম্পদের পরিমাণও বেড়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আজ শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে কর্ণফুলী ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন- ২০১৮ অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোম্পানির প্রিমিয়াম সংগ্রহ ও সম্পদে প্রবৃদ্ধির এ চিত্র তুলে ধরা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এএনএম ফজলুল করিম মুন্সী।
বার্ষিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক, স্বতন্ত্র পরিচালক, উর্ধ্বতন কর্মকর্তা ও শাখা প্রধানগণ। সম্মেলনে গত সমাপ্তি বছরে সর্বোচ্চ প্রিমিয়াম সংগ্রহের জন্য মতিঝিল শাখাকে পুরস্কৃত করা হয়।