ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা

ডেস্ক রিপোর্ট: সারাদেশের ব্রাঞ্চ ম্যানেজার ও অফিস ইনচার্জদের নিয়ে বিশেষ উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজ রোববার রাজধানীর মতিঝিলে কোম্পানির প্রধান কার্যালয়ে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান ও সাবেক এমপি মিসেস ফরিদুন্নাহার লাইলী। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান।

এছাড়াও ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম, মো. হাছান খান রিপন, মো. আব্দুল কাদির, এসইভিপি মো. সাইফুল ইসলাম, জিএম ও কোম্পানি সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। (সংবাদ বিজ্ঞপ্তি)