ঢাবি'র স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের গ্রুপ বীমা সেবা দেবে প্রগতি লাইফ
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)'র স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের গ্রুপ বীমা সেবা দেবে বেসরকারি বীমা কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সম্প্রতি প্রগতি লাইফের সিইও মো. জালালুল আজিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছেন।
এ চুক্তির আওতায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)'র স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীকে গ্রুপ বীমা সেবা প্রদান করবে। পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে প্রগতি লাইফ বীমা সেবা প্রদান করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত উল ইসলাম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. নাজমা বেগম এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের জেনারেল ম্যানেজার (অপারেসন্স) ও প্রকল্প পরিচালক জিয়াউল হক। এছাড়াও ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।