হবিগঞ্জে জেনিথ লাইফের ব্যবসা সফল কর্মকর্তাদের সংবর্ধনা
ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২০১৭ সালের ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার হবিগঞ্জ সার্ভিস সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান। হবিগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ মো. চান মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এসইভিপি জালাল মিয়া, কোম্পানি সচিব আবদুর রহমানসহ হবিগঞ্জ অঞ্চলের ব্যবসা সফল কর্মকর্তারা।