সানলাইফের ইসলামী একক বীমা প্রকল্পের মৃত্যুদাবীর চেক হস্তান্তর
ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইসলামী একক বীমা (তাকাফুল) প্রকল্পের বোর্ড বাজার সার্ভিসিং সেলের গ্রাহক মৃত মোসা. হামিদা বেগম (পলিসি নং: ৪০০১০৭৫৫৪-০) এর মৃত্যুদাবীর চেক হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি গ্রাহকের নমিনি মো. সোহানুজ্জামানের হাতে এ চেক হস্তান্তর করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম।
কোম্পানির প্রধান কার্যালয়ে উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) ও কোম্পানি সচিব মো. রবিউল আলম এসিএস, ইসলামী একক বীমা (তাকাফুল) প্রকল্পের প্রকল্প পরিচালক ও এসএএমডি ড. আ ই ম নেছার উদ্দিন, ইসলামিক আ'সান বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও এসএএমডি মো. মহিবুর রহমান খান এবং ইসলামী একক বীমা (তাকাফুল) প্রকল্পের হিসাব বিভাগের সিনিয়র ডিজিএম রাজীবুল হাসান। (সংবাদ বিজ্ঞপ্তি)