২৬ কোটি টাকা দাবি পরিশোধ করলো পদ্মা ইসলামী লাইফ
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলের জোনাল হেড কোয়ার্টারে মোট ২৬ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিনের উপস্থিতিতে সম্প্রতি এসব চেক বিতরণ করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এএফএম ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আবু তাহের ও ক্লেইম কমিটির চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্লাহ। (সংবাদ বিজ্ঞপ্তি)