ট্রাস্ট ইসলামী লাইফের সিইও'র চলতি দায়িত্বে গিয়াস উদ্দীন

ডেস্ক রিপোর্ট: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও)'র চলতি দায়িত্ব গ্রহণ করেছেন কোম্পানিটির এএমডি মোহাম্মদ গিয়াস উদ্দীন।

গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ট্রাস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদের ৩২তম সভায় তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

মোহাম্মদ গিয়াস উদ্দীন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার খুদুকখালী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।  তার পিতা আব্দুল জলিল এবং মাতা রোকেয়া বেগম।