মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে জেনিথ লাইফের কর্মশালা

ডেস্ক রিপোর্ট: মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা করেছে বেসরাকরি লাইফ বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। গতকাল রোববার কোম্পানির নাটোর সার্ভিস পয়েন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে মূল বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী এবং কোম্পানিটির লিগ্যাল রিটেইনার তনয় কুমার সাহা। দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম এবং বাগাতীপাড়া সরকারি কলেজের প্রভাষক মাহবুবুর রহমান পাভেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির এসইভিপি ও নাটোর সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো. হাবিবুর রহমান।

আরো উপস্থিত ছিলেন কোম্পানির ইভিপি ও বাগাতিপাড়া অফিস ইনচার্জ গোলাম মর্তুজা মাসুদ, ইভিপি ও কাদিরাবাদ অফিস ইনচার্জ মাওলানা রুহুল আমীন, ইভিপি ও তমালতলা অফিস ইনচার্জ ইমন আতিক, ইভিপি জহুরুল ইসলাম, ইভিপি ইয়াকুব আলী, ইভিপি ইমদাদুল হক, এসইভিপি ক্বারি আঃ করিম প্রমুখ।