উত্তরের ৩ জেলায় জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা
ডেস্ক রিপোর্ট: দেশের উত্তরাঞ্চলীয় জেলা ঠাকুরগাঁও, রংপুর ও দিনাজপুরে উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। গতকাল সোমবার অনুষ্ঠিত এসব সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম, সুপ্রিমকোর্টের আইনজীবী ও কোম্পানিটির লিগ্যাল রিটেইনার তনয় কুমার সাহা, এসইভিপি ও বগুড়া সার্ভিস পয়েন্টের ইনচার্জ মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল, ইভিপি ও রংপুর সার্ভিস সেন্টারের ইনচার্জ মো. নাজমুল হক, দিনাজপুরের এসইভিপি মো. আনছারুল ইসলাম, ইভিপি মো. হামিদুর রহমান, ইভিপি ও ঠাকুরগাঁও জোনের ইনচার্জ মো. তহিদুল করিম প্রমুখ।