যশোরে পপুলার লাইফের সাড়ে ৯ কোটি টাকা দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: যশোরের ৫ হাজার ৫৭১ বীমা গ্রাহকের দাবি বাবদ ৯ কোটি ৪৩ লাখ ৫৮ হাজার ৫৩ টাকা পরিশোধ করেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

চেক হস্তান্তর উপলক্ষ্যে সম্প্রতি যশোর সিসিটিএস অডিটোরিয়ামে গ্রাহক সমাবেশ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) খলিল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মোঃ হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক মোঃ কামাল হোসেন মহসিন, মোঃ সেলিম মিয়া, মোঃ আবুল কালাম আজাদ ও সাজ্জাদ মাহমুদ কিশোর, প্রকল্প পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন ও মুফতি মোঃ দিদারুল ইসলাম এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।