গার্ডিয়ান লাইফ ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হসপিটালের মধ্যে চুক্তি

ডেস্ক রিপোর্ট: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হসপিটালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই চুক্তির ফলে গার্ডিয়ান লাইফের ১০ লাখেরও অধিক বীমা গ্রাহক ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হসপিটালের স্বাস্থ্য সেবায় বিশেষ সুবিধা পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আলতাফ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; মোঃ মনিরুজ্জামান, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার; মোঃ হিরো মিয়া, মার্কেটিং এক্সিকিউটিভ।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন এমএম মনিরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও; মোহাম্মদ সাজ্জাদুল করিম, চিফ অপারেটিং অফিসার; মোঃ আশরাফুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ক্লেইমসহ উভয় কোম্পানির আরো অনেক কর্মকর্তা-কর্মচারী।