রাজশাহীতে জেনিথ ইসলামী লাইফের বিশেষ ব্যবসা উন্নয়ন সভা

ডেস্ক রিপোর্ট: রাজশাহী সার্ভিস সেন্টারে সম্প্রতি বিশেষ ব্যবসা উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম।

জেনিথ ইসলামী লাইফের এসইভিপি ও রাজশাহী সার্ভিস সেন্টারের ইনচার্জ মো. সৈয়বুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কোম্পানির লিগ্যাল রিটেইনার তনয় কুমার সাহা। কোম্পানির স্থানীয় কর্মকর্তা ও কর্মীরা এতে উপস্থিত ছিলেন।