নেপাল বিমান দুর্ঘটনায় আইডিআরএ'র শোক পালন

ডেস্ক রিপোর্ট: নেপালে দেশীয় বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং নিহত দেশী-বিদেশী ৫১ আরোহীর বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে কর্তৃপক্ষের সভাকক্ষ-১ এ উক্ত শোক পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, সদস্য বোরহান উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক, পরিচালক এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শোক সভায় গত ১২ মার্চ নেপাল বিমান দুর্ঘটনায় ইউএস-বাংলার বিএস ২১১ ফ্লাইটটি বিধ্বস্ত  হয়ে নিহত দেশী-বিদেশী ৫১ আরোহীর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়।

একইসঙ্গে কর্তৃপক্ষের সকলের উপস্থিতিতে বিমান যাত্রীদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া এবং মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত রাষ্ট্রীয় শোক পালনের প্রজ্ঞাপন পাঠ করে শোনানো হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)