তাকাফুল কাঠামোয় সংশোধন আনতে যাচ্ছে মালয়েশিয়া
ইন্টারন্যাশনাল ডেস্ক: তাকাফুল বীমার পরিচালনা কাঠামোয় সংশোধন আনতে যাচ্ছে মালয়েশিয়া। সংশোধনের কার্যক্রম এরইমধ্যে শুরু হয়েছে। তাকাফুল খাতের ভিত আরো শক্তিশালী করতে এ ধরণের পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক নেগারা মালয়েশিয়া (বিএনএম)'র গভর্নর মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, চলতি বছরের মাঝামাঝি সময়ে পরামর্শ গ্রহণের জন্য সংশোধিত কাঠামো প্রকাশ করা হবে। উদ্ভাবন ত্বরান্বিত করবে এমন পরিবেশ তৈরি করাই এ কাঠামোর লক্ষ্য।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, তাকাফুল বীমার মডেল এবং কাঠামোয় শরীয়াহ'র বহু মানদণ্ড ব্যবহারের বিষয়ে আরো স্পষ্টতা থাকবে সংশোধিত কাঠামোয়।
তিনি আরো বলেন, তাকাফুল ফান্ড কিভাবে ব্যবস্থাপনা করা হবে সে বিষয়টিসহ তাকাফুল পরিচালকদের গভর্ন্যান্সের উন্নয়ন ঘটাতে চাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
এ পদক্ষেপ তাকাফুল স্টেকহোল্ডারদের জন্য নিরাপত্তা বিধান করবে বলেই মনে করা হচ্ছে।
তাকাফুল এনুয়েল ডিনার এন্ড এওয়ার্ড ২০১৮ অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় ইব্রাহিম বলেন, তাকাফুল কাঠামোর সংশোধনের খসড়ার বিষয়ে খাত সংশ্লিষ্টদের এবং সাধারণ জনগণের মন্তব্য সাদরে গ্রহণ করা হবে।