ডিজিটাল মাধ্যমে বীমা বিক্রি, বিধি তৈরি করছে ইন্দোনেশিয়া  

ইন্টারন্যাশনাল ডেস্ক: ডিজিটাল বা ইলেক্ট্রনিক মাধ্যমে বীমা পণ্য বাজারজাত করার ক্ষেত্রে পালনীয় বিধিমালা তৈরি করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। এরইমধ্যে বিধিমালার খসড়া তৈরির কাজ শুরু হয়েছে এবং টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস অথরিটি (ওজেকে) ।

ওজেকে'র নন-ব্যাংক ফিনান্সিয়াল ইন্সটিটউশনস সুপারভিশন এর এক্সিকিটিভ হেড রিশিনন্দি বলেছেন, নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স টেকনোলজি বা বীমা প্রযুক্তির বিধান তৈরিতে অযৌক্তিক কোন কিছু করবে না। কারণ, এমন পদক্ষেপের ফলে বীমা কোম্পানিগুলোর মানদণ্ডে প্রভাব ফেলতে পারে।

যদিও এখন পর্যন্ত ইন্স্যুরেন্স টেকনোলজি বিষয়ে কোন বিধি-বিধান জারি করা হয়নি, তথাপি কিছু বীমা কোম্পানি এরইমধ্যে বীমার ডিজিটাল কার্যক্রমে জড়িয়ে পড়েছে। ফিনান্সিয়াল সার্ভিস অথরিটি তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে বলেও জানান রিশিনন্দি।

আর্থিক খাতে যেহেতু প্রযুক্তির সম্পৃক্ততা প্রয়োজন সেহেতু এ ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থের সুরক্ষার জন্য প্রয়োজনীয় বিধিবিধান ও মানদণ্ড জারি করা অবশ্যই প্রয়োজন বলে জানান ওজেকে'র নন-ব্যাংক ফিনান্সিয়াল ইন্সটিটউশনস সুপারভিশন এর এক্সিকিইটভ হেড রিশিনন্দি।