বীমার টাকা পেতে আগুনে পুড়ে ছেলেকে হত্যা, মা আটক
ইন্টারন্যাশনাল ডেস্ক: বীমার টাকা পেতে ঘরে আগুণ লাগিয়ে প্রতিবন্ধী ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে মার্কিন এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় গত বুধবার ওই নারীকে আটক করা হয়েছে। বীমা প্রতারণা ছাড়াও তার বিরুদ্ধে শিশু নির্যাতন এবং অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে।
স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন (এসবিআই) জানিয়েছে, অভিযুক্ত ওই নারীর নাম মারিয়া ডেনায়েন কিড। বয়স ৫৩ বছর। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য নর্থ ক্যারোলিনায় তার বাস। গত ২৭ মার্চ তিনি ৯১১ নম্বরে কল করে জানান তার বাসায় আগুণ লেগেছে এবং ভেতরে তার ছেলে আটকা পড়েছে।
অনেক চেষ্টা করে আগুণ নেভানোর পর কিড'র বাসার মধ্য থেকে ১৩ বছর বয়সী তার ছেলে উইলিয়াম'র মৃতদেহ উদ্ধার করে অগ্নিনির্বাপক দল। অগ্নিকাণ্ডের সময় কিডের কিছু কর্মকাণ্ড তার ছেলে মৃত্যুর জন্য সরাসরি দায়ি বলে উল্লেখ করেছে সুরি কাউন্টি শেরিফ'র অফিস।
তবে মারিয়া ডেনায়েন কিড'র বিরুদ্ধে আনিত বীমা প্রতারণার অভিযোগের বিষয়ে বিস্তারিত জানায়নি নর্থ ক্যারোলিনা এসবিআই। ঘটনার তদন্ত চলছে বলে বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত জানাতে অক্ষমতা প্রকাশ করেছেন সংস্থাটির মুখপাত্র প্যাটি ম্যাককুইন।
গত বুধবার আলেকজান্ডার কাউন্টিতে গ্রেফতার হন কিড। এ ঘটনার তদন্তে আলেকজান্ডার কাউন্টি শেরিফের অফিস সহযোগিতা করছে বলে জানিয়েছেন ম্যাককুইন। বীমা প্রতারণার অভিযোগে জামিন নিতে কিডকে ৫০ হাজার মার্কিন ডলার দিতে হয়েছে বলে জানিয়েছে এসবিআই। (তথ্য সূত্র: উইনস্টন-সালেম জার্নাল)