১৩.৪৬% প্রবৃদ্ধি

নতুন প্রিমিয়াম সংগ্রহে ভারতে এলআইসি'র রেকর্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক: নতুন প্রিমিয়াম সংগ্রহে রেকর্ড গড়েছে ভারতের রাষ্ট্রীয় লাইফ বীমা প্রতিষ্ঠান এলআইসি। গত ৩১ মার্চ শেষ হওয়া ২০১৮ অর্থ বছরে প্রতিষ্ঠানটি ১৩৪৫.৫ বিলিয়ন রুপি তথা ২০.২ বিলিয়ন মার্কিন ডলার প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করেছে।

এলআইসি জানিয়েছে, বিদায় বছরে দেশের লাইফ বীমা বাজারের ৬৯.৪০ শতাংশ প্রথম বর্ষ প্রিমিয়াম এ প্রতিষ্ঠানের দখলে। এর আগে ২০১৭ অর্থ বছরে করপোরেশনের প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ ছিল ১২৪৪.৫ বিলিয়ন রুপি। সম্প্রতি এসব তথ্য প্রকাশ করেছে লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন (এলআইসি) অব ইন্ডিয়া।

ভারতজুড়ে ৮টি জোনাল অফিস এবং ১১২টি ডিভিশনাল অফিসের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে এলআইসি। জোনগুলোর মধ্যে ওয়েস্ট জোন সবচেয়ে বেশি প্রিমিয়াম সংগ্রহ করেছে ২০১৮ অর্থ বছরে, যার পরিমাণ ৯০ বিলিয়ন রুপি। তবে প্রবৃদ্ধিতে এগিয়ে রয়েছে নর্থ সেন্ট্রাল জোন, ২৩.৫ শতাংশ প্রবৃদ্ধি।

এদিকে লাইফ ইন্স্যুরেন্স কাউন্সিল জানিয়েছে, ২০১৮ অর্থ বছরে ভারতের লাইফ বীমাখাতে সর্বমোট প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ১৯৩৮.৬৫ বিলিয়ন রুপি। বছরটিতে প্রবৃদ্ধি হয়েছে ১০.৯৯ শতাংশ। এর আগে ২০১৭ অর্থ বছরে প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ ছিল ১৭৪৬.৭৫ বিলিয়ন রুপি।

২০১৮ অর্থ বছরে দেশটির বীমাখাতে নতুন একক প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ৯২১.০৮ বিলিয়ন রুপি, প্রবৃদ্ধি ১৮.৪৯ শতাংশ। আগের বছরে এই সংগ্রহ ছিল ৭৭৭.৩৫ বিলিয়ন রুপি। আর গ্রুপ বীমায় ৪.৯৭ শতাংশ প্রবৃদ্ধি হয়ে নতুন প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ১০১৭.৫৬ বিলিয়ন রুপি। যা ২০১৭ অর্থ বছরে ছিল ৯৬৯.৩৯ বিলিয়ন রুপি। (সূত্র: পিটিআই)