আইআরডিএআই'র নতুন চেয়ারম্যান সুভাষ চন্দ্র খুনতিয়া
ইন্টারন্যাশনাল ডেস্ক: দু'মাসের শূন্যতার পর নতুন চেয়ারম্যান পেল ইন্স্যুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই) । ইন্ডিয়ান এডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) এর সাবেক কর্মকর্তা সুভাষ চন্দ্র খুনতিয়া গত ১ মে মঙ্গলবার সংস্থারটির চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।
এরআগে ভারতের বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই'র চেয়ারম্যান ছিলেন টিএস বিজয়। ৫ বছর দায়িত্ব পালনের পর গত ২১ ফেব্রুয়ারি চেয়ারম্যান হিসেবে টিএস বিজয়'র মেয়াদ শেষ হয়। তারই স্থালাভিষিক্ত হলেন সুভাষ চন্দ্র খুনতিয়া। আগামী ৩ বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
সুভাষ চন্দ্র খুনতিয়া ভারত সরকারের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। ডিপার্টমেন্ট অব স্কুল এডুকেশন এন্ড লিটারেসি বিভাগের সেক্রেটারি এবং পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি এন্ড ফিনান্সিয়াল এডভাইজর ছিলেন সুভাষ চন্দ্র খুনতিয়া।
এ ছাড়াও হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন এবং ইন্ডিয়ান ওয়েল করপোরেশনসহ করনাটকা চীফ সেক্রেটারির পদেও আসীন ছিলেন সুভাষ চন্দ্র খুনতিয়া। করনাটকা ক্যাডার এর ১৯৮১ ব্যাচের আইএএস অফিসার তিনি। এপয়েন্টমেন্টস কমিটি অব ক্যাবিনে (এসিসি) তাকে আইআরডিএআই'র এ পদে নিয়োগ দিয়েছে। (সূত্র: দ্যা হিন্দু, ইকনোমিক টাইমস)