মেটলাইফের প্রধান অর্থ কর্মকর্তার পদত্যাগ
ইন্টারন্যাশনাল ডেস্ক: মেটলাইফের প্রধান অর্থ কর্মকর্তা জন সি আর হেল পদত্যাগ করেছেন। বীমা কোম্পানিটির আভ্যন্তরিন আর্থিক সংকট হ্রাসের ঘোষণার মাত্র ১ দিন পরই স্বীয় পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন জন হেল।
ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, জন হেল তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও বীমা কোম্পানিটির সঙ্গে আরো কিছু দিন থাকছেন। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তিনি সিনিয়র এডভাইজর হিসেবে থাকতে পারেন।
জন হেল ২০১২ সালে মেটলাইফে যোগদান করেন। এর আগে তিনি বীমা ও পনর্বীমা কোম্পানি আর্ক ক্যাপিটাল গ্রুপ'র অর্থ প্রধান ছিলেন। জন সি আর হেলের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন মেটলাইফের প্রধান নির্বাহী।
এদিকে জন সি আর হেল সরে দাঁড়ানোর পর তার প্রধান অর্থ কর্মকর্তার পদে নিযুক্ত হচ্ছেন কোম্পানিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জন ম্যাকালিওন। বর্তমানে তিনি মেটলাইফের কোষাধ্যক্ষ পদে রয়েছেন।
১৮৬৮ সালের ২৪ মার্চ প্রতিষ্ঠিত এ লাইফ বীমা কোম্পানির প্রধান কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। স্টিভেন এ ক্যান্ডারিয়ান কোম্পানিটির বর্তমান প্রেসিডেন্ট, চেয়ারম্যান ও চীফ এক্সিকিউটিভ অফিসার।