সিঙ্গাপুরে লাইফ বীমায় নতুন প্রিমিয়াম সংগ্রহে ১৪% প্রবৃদ্ধি

ইন্টারন্যাশনাল ডেস্ক: সিঙ্গাপুরের লাইফ বীমাখাতে চলতি বছরের প্রথম ৩ মাসে নতুন প্রিমিয়াম সংগ্রহে ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। লাইফ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (এলআইএ) সিঙ্গাপুর সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে ইন্স্যুরেন্স এশিয়া নিউজ।

এলআইএ'র তথ্য মতে, ২০১৮ সালের প্রথম প্রান্তিকে ৯২৫.১ মিলিয়ন সিঙ্গাপুর ডলার তথা ৬৯২ মার্কিন ডলার প্রিমিয়াম সংগ্রহ করেছে দেশটির লাইফ বীমাখাত। তবে লিংকড পলিসিতে ৮২ শতাংশ বেড়ে এ খাতে প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ২০৮ মিলিয়ন সিঙ্গাপুর ডলার।

সিঙ্গেল প্রিমিয়ামের প্রডাক্ট বিক্রিতেও এবার প্রবৃদ্ধি দেখিয়েছে দেশটির লাইফ বীমাখাত। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ০.৪ শতাংশ প্রবৃদ্ধি হয়ে এ খাতে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ২৮২.৩ মিলিয়ন সিঙ্গাপুর ডলার।

অন্যদিকে ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত বীমা কোম্পানিগুলো ১.০৬ বিলিয়ন সিঙ্গাপুর ডলার মেয়াদোত্তর বীমা দাবি, ২৩৭ মিলিয়ন মৃত্যুদাবি, গুরুতর অসুস্থ বা অক্ষমতার দাবি পরিশোধ করেছে। লাইফ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (এলআইএ) সিঙ্গাপুর এ তথ্য প্রকাশ করেছে।