চীনে অনলাইনে বীমা বিক্রি ৩১% বেড়েছে
ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনে অনলাইন মাধ্যমে উল্লেখযোগ্যভাবে বীমা বিক্রি বেড়েছে। ২০১৮ সালের প্রথম প্রান্তীকে নন-লাইফ বীমাখাতে প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৩১ শতাংশ। ইন্স্যুরেন্স এসোসিয়েশন অব চায়না (আইএসি)'র বরাত দিয়ে বার্তা সংস্থা জিনহুয়া এ তথ্য জানিয়েছে।
জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে প্রপার্টি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৩০.৯ শতাংশ। এখাতে মোট প্রিমিয়াম সংগ্রহ হয়েছে ১৪.৪৬ বিলিয়ন ইউয়ান। অন্যদিকে অটো ইন্স্যুরেন্স খাতে প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১৩.১৭ শতাংশ। আর নন-অটো ইন্স্যুরেন্স খাতে প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৪১.৮৪ শতাংশ।
দেশটিতে প্রচলিত বীমা পলিসিগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় পলিসি হলো একসিডেন্ট, হেলথ ও রিটার্ন শিপিং ইন্স্যুরেন্স। বীমা কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের পরিবর্তে চীনের বেশিরভাগ নাগরিক মোবাইল অ্যাপস'র মাধ্যেমে এবং থার্ডপার্টি প্লাটফর্মের মাধ্যমে বীমা পলিসি কিনে থাকে।