চীনের বীমাখাতে ৯.৮ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা
ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের বীমাখাতে ৯.৮ মিলিয়ন মার্কিন ডলার তথা ৬৩ মিলিয়ন উয়ান'র বেশি জরিমানা করেছে খাতটির নিয়ন্ত্রক সংস্থা। দেশটির ৬০টিরও বেশি বীমা কোম্পানি ও মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে এসব জরিমানা করা হয়েছে।
বিভিন্ন ধরণের অনিয়মের অভিযোগে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল এই ৪ মাসে প্রতিষ্ঠানগুলোকে এই পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। চীনের প্রকাশনা সংস্থা সিকিউরিটিস ডেইলি সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
বীমা প্রতিষ্ঠানগুলোকে যেসব অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে তার মধ্যে রয়েছে ভুল ধারণা দিয়ে বীমা পলিসি বিক্রি এবং ভুয়া তথ্য প্রদান। সম্পদের বীমার ক্ষেত্রে সরকারের রাজস্ব সম্পর্কিত তথ্য জালিয়াতির ঘটনা বারবার ঘটেছে। অন্যদিক গাড়ি ও কৃষি বীমাতেও প্রচুর জরিমানা ধার্য্য করা হয়েছে।
চীনের বীমাখাতের বিরুদ্ধে দেশটির সরকারের গৃহীত কঠোর দৃষ্টিভঙ্গীর একটি অংশ হচ্ছে চলতি বছরে ক্রমবর্ধমান এই জরিমানা। দেশের বীমাখাতের নিয়ন্ত্রণে এবার বেশ কিছু বিধি-প্রবিধান জারি করেছে চীন সরকার।
দেশটির সম্পূর্ণ ব্যাংকখাত ও বীমাখাত মিলে সর্বমোট ৬৪৬টি জরিমানা ধার্য্য করেছে নিয়ন্ত্রক সংস্থা। এসব ধার্য্যকৃত জরিমানায় অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮৭ মিলিয়ন মার্কিন ডলার।