৫ বছর মেয়াদী থার্ড পার্টি বীমা চালু করছে ভারত
ইন্টারন্যাশনাল ডেস্ক: দীর্ঘ মেয়াদী মোটর থার্ড পার্টি লায়াবিলিটি বীমা চালু করতে যাচ্ছে ভারত।এরইমধ্যে দেশটির বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই সকল নন-লাইফ বীমা কোম্পানিকে দীর্ঘ মেয়াদী বীমা পণ্য ডিজাইন করার নির্দেশ দিয়েছে। দুই চাকার মোটরযানের জন্য ৫ বছর মেয়াদী এবং তিন চাকার মোটরযানের জন্য ৩ বছরের বীমা পণ্য চালু করা হবে।
বাধ্যতামূলক হওয়ার পরও অর্ধেকের বেশি মোটরযান বিশেষ করে টু-হুইলার ও কার থার্ড পার্টি বীমা ছাড়াই ভারতে রাস্তায় চলাচল করে। এ সমস্যা থেকে উত্তরণের পদক্ষেপ হিসেবে গত এপ্রিলে দীর্ঘ মেয়াদী বীমা পলিসি চালুর সুপারিশ করে সড়ক নিরাপত্তা বিষয় সুপ্রীম কোর্ট কমিটি। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সুপ্রীম কোর্টের ওই নির্দেশনার আলোকে নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে দীর্ঘ মেয়াদী বীমা পণ্য চালুর নির্দেশ জারি করেছে ইন্স্যুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথোরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই) । ভারতের রাস্তায় থার্ড পার্টি বীমা ছাড়া ক্রমবর্ধমান গাড়ি সমস্যার সমাধাণে সুপ্রীম কোর্ট কমিটি এ সুপারিশ করেছে।
দীর্ঘ মেয়াদী থার্ড পার্টি লায়াবিলিট পলিসি চালু হলে বীমার প্রিমিয়াম হার কমে আসবে। এতে করে বীমা গ্রাহকরা লাভবান হবে। তাছাড়া প্রতি বছর পলিসি নবায়নের ঝামেলাও কমে আসবে এবং এই সময়ে প্রিমিয়াম হারও থাকবে স্থিতিশীল। তবে বিধিমালা পরিবর্তন হওয়ায় বীমা কোম্পানিগুলোর জন্য ঝুঁকি কিছুটা বাড়বে বলেও মনে করছেন বীমা সংশ্লিষ্টরা।