গাড়ির বীমা না থাকায় জরিমানা ৫ হাজার ডলার

আন্তর্জাতিক ডেস্ক: গাড়ির বীমা করা না থাকায় যুক্তরাজ্যে ৬১ বছরের এক বৃদ্ধ চালককে ৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার লন্ডনের ব্রাডফোর্ড রোডে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, যদি কোনো চালকের যানবাহন বীমা করা না হয় তাহলে তাকে দোষী সাব্যস্ত করা করা হয়।

এর আগে গাড়ির বৈধ বীমা কাগজপত্র না থাকায় দুই হাজার ২৯৪টি গাড়ি জব্দ করে ব্রিটেনের পুলিশ। জব্দ করা গাড়িগুলোর পাশাপাশি চার হাজার ৫০৯টি বীমা সংক্রান্ত মামলা করা হয়েছে। বিট্রেনের সংবাদমাধ্যম এক্সপ্রেস ডট ইউকে এ তথ্য জানায়।

ইনস্টিটিউট অব অ্যাডভান্সড মোটরিস্টের পুলিশ ও গবেষণা পরিচালক নীল গ্রেগ বলেন, গাড়ির বীমা করার বিষয়ে আমরা সকলকে নৈতিকভাবে সচেতন করছি। যারা বীমা ছাড়াই গাড়ি চালাতে পছন্দ করে তারা কেউ আইনের উর্ধ্বে নয়। তাদের দায়িত্বহীন আচরণ সহ্য করা হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।