ভারতে পুড়ে ছাই ৪০০ গাড়ি, দ্রুত বীমা দাবি পরিশোধের নির্দেশ
ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের ব্যাঙ্গালুরু ও চেন্নাইতে দুটি পৃথক অগ্নিকাণ্ডে ৪০০’র বেশি গাড়ি ভস্মীভূত হয়েছে। ব্যাঙ্গালুরুর একটি বিমানঘাঁটির পার্কিং এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০০ গাড়ি ভস্মীভূত হয়। শনিবার বিমান বাহিনীর পাঁচদিনের মহড়ার চতুর্থ দিন ইয়েলাহানকা ঘাঁটির কাছে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে।
ব্যাঙ্গালুরুর পুলিশ জানায়, জ্বলন্ত সিগারেটের অবশিষ্টাংশ থেকে শুকনো ঘাসে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে বাতাসের গতিও ছিল বেশি। ফলে আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি।
অন্যদিকে, রবিবার চেন্নাইয়ের রামচন্দ্র মেডিকেল কলেজের সামনে একটি পার্কিং লটে ১৭৬টি গাড়ি ভস্মীভূত হয়েছে। ধারণা করা হয়, পার্কিং লটের কাছেই একটি জায়গায় আবর্জনা পোড়ানো হচ্ছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।
তবে এই দুই দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে ব্যাঙ্গালুরুর এরো ইন্ডিয়া-২০১৯ নামে দ্বি-বার্ষিক বিমান মহড়ায় ক্ষতিগ্রস্তদের দাবি পূরণে বীমা কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে দেশটির আর্থিক সেবা বিভাগ।
এ বিষয়ে একজন বীমা নির্বাহী কর্মকর্তা বলেছেন, বীমা দাবিগুলোর প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে এবং ১০ কার্যদিবসের মধ্যে বীমাকৃত অর্থ পরিশোধ করা হবে।
তবে বীমা কোম্পানির প্রতিনিধিরা বলছেন, যাদের বীমা কাভারেজ নেই, তারা কোনো ক্ষতিপূরণ পাবে না এবং বীমাকৃত মোট ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।