বীমা নেই: ৫০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে মিশিগান স্টেট ইউনিভার্সিটি

ইন্টারন্যাশনাল ডেস্ক: বীমা না থাকায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে মিশিগান স্টেট ইউনিভার্সিটি (এমএসইউ)’কে। বিশ্ববিদ্যালয়টির স্পোর্টস ডাক্তার ল্যারি নাসারের যৌন নির্যাতনের শিকার ৩৩২ মহিলা ও মেয়েশিশুকে এই অর্থ প্রদান করতে হবে। ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।

তথ্য অনুসারে, সেকশুঅ্যাল মিসকনডাক্ট লায়াবিলিটি ইন্স্যুরেন্স না থাকায় নিজস্ব তহবিল থেকে এ ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে মিশিগান স্টেট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির নতুন লায়াবিলিটি ইন্স্যুরেন্স পলিসি অনুসারে সারধারণভাবে সেকশুঅ্যাল মিসকনডাক্ট বা যৌন অপব্যবহারের ঝুঁকি এই বীমার আওতার বাইরে।

মিশিগান স্টেটের একজন প্রসিকিউটর অভিযোগ করেন, এমএসইউ প্রেসিডেন্ট লউ আন্না সিমন জানতেন যে, ল্যারি নাসারকে ২০১৪ সালেই যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং তিনি তার অভিযোগ থেকে বেরিয়ে আসতে পারেননি। তবে পুলিশের কাছে এ অভিযোগ অস্বীকার করেন সিমন।

যৌন নির্যাতনের শিকার হওয়ার ঘটনা প্রমাণিত ১৫৬ নারীর একজন হলেন ওলেম্পিকে গোল্ড মেডেল প্রাপ্ত অ্যালি রেইজম্যান। ২০১৪ সালের শুরু দিকে ল্যারি নাসারের বিরুদ্ধে তার অভিযোগের শুনানি হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন এমএসইউ প্রেসিডেন্ট লউ আন্না সিমন।

২০১৮ সালের জানুয়ারিতে ল্যারি নাসারের বিরুদ্ধে যৌন নির্যাতনের ৭টি অপরাধ প্রমাণ হয়। এ জন্য তাকে ৪০ থেকে ১৭৫ বছর কারাবাসের দণ্ড দেন বিচারক রোজমেরি এক্যুলিনা। সে সময় বিচারক আরো বলেন, তার মৃত্যুর পরোয়ানায় স্বাক্ষর করা ছিল একটি সম্মান এবং বিশেষাধিকার।